মোবাইলেই শুনুন অনলাইন ::রেডিও::

বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে
প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই।
মোবাইল থেকে খুব সহজে কম মেগা খরচ করে যেভাবে অনলাইন রেডিও শুনবেন ।
আজকে থেকে আপনারাও খুবই অল্প স্পিডে এবং খুবই অল্প মেগাবাইট ইউজ করে অনলাইন রেডিও শুনতে পারবেন ।
যেভাবে শুনবেন ।
প্রথমে এখান থেকে
৮০কেবির সফটওয়্যারটা নামিয়ে নিন ।

এবার ওপেন করুন ।
একটা রেডিও লিস্ট পাবেন ।
সেখান থেকে একটা সিলেক্ট করে Play করুন ।
দেখুন একদম স্পষ্ট বাঁজছে ।
আপনি চাইলে এখানে চ্যানেল ADD কিংবা EDIT ও করতে পারবেন ।

ADD করতে অপশনে গিয়ে ADD এ ক্লিক করুন ।
এবার চ্যানেলের নাম দিন ।
লিংক দেন ।
যেমনঃ http://188.165.58.191:59272
দিন রেডিও আলোর নিশানের জন্য ।
কিছু অনলাইন বাংলা রেডিও ষ্টেশনের স্ট্রিম লিংক দিয়ে দিলাম-
রেডিও আলোর নিশান: http://188.165.58.191:59272
রেডিও গুনগুনঃ http://69.39.233.135:8032

রেডিও কোলাহলঃ http://83.170.109.107:8010
রেডিও এবিসিঃ http://69.39.233.135:8282
রেডিও আমারঃ http://114.130.35.222:8000
রেডিও টুডেঃ http://122.248.11.50:8000
রেডিও ঢাকাঃ http://202.4.100.2:8000
রেডিও মেট্রোঃ http://67.228.101.162:7600
রেডিও বিজয়ঃ http://radiobijoy.com:8000/
এছাড়া গুগলে খোঁজলে বাংলাদেশের সব অনলাইন রেডিওর এরকম লিংক পাবেন ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোষ্টসমূহ