print this page

সাইট পরিবর্তন হয়েছে নতুন সাইট হলো- www.bdwebworld.tk

সন্মানিত ভিজিটরদের জানানো যাইতেছে যে, বিডি ফোর-টোয়েনটি ওয়েব সাইট এর সকল কার্যক্রম এখন থেকে www.bdwebworld.tk  সাইটে চলবে। নতুন সাইট টি তে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি সাইটে অনেক ফিচার এ্যাড করা হয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ রইলো সাইট টি কে ব্যাপক প্রচারনার করবার । সবাইকে উক্ত সাইটে ভিজিট করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।
0 comments

এক্ষুনি আপনার ইমেজে Speech bubbles এবং Effects যোগ করে নিন


আস্-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভালো আছেন
আমি আজ আপনাদের জন্য একটি মজার টিউনস্ নিয়ে এসেছিযা দ্বারা আপনি চাইলে যেকোন কার্টুন অথবা ইমেজের উপরে ব্যবহার করে মজার সব কমিক্-স সৃস্টি করতে পারেন
0 comments

এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে


আস্-সালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন। 
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।
1 comments

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন।


আপনি যখন আপনার কম্পিউটারে গেইম্-স অথবা অনেকগুলো পোগ্রাম নিয়ে একত্রে কাজ করতে থাকেন তখন আপনার operating system টা স্লো থেকে স্লো-তর হতে থাকে। এক পর্যায়ে আপনার পুরো কম্পিউটার-টাই হ্যাং হয়ে যায়। এর অন্যতম মূল কারন হচ্ছে আপনার Ram এর উপর্যোপরি ব্যবহার।
0 comments

সেরা ৫টি MOVIE ডাউনলোড সাইট

আস্-সালামু আলাইকুমআশা করি আপনারা সবাই ভালো আছেনঅবশ্যই সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি
 আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেরা ৫টি Movie ডাউনলোড সাইটএগুলোর মধ্যে রয়েছে কিছু সরাসরি ডাউনলোড সাইট এবং কিছু স্টিমিং সাইটস্টিমিং সাইট থেকে মুভি ডাউনলোড করার জন্য আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হবে।
0 comments

এবার মুছে যাওয়া ফাইল গুলো খুব সহজেই পুনরুদ্ধার করুন আপনার মেমোরি, পেনড্রাইভ অথবা পিসি থেকে!

আপনাদের জন্য নিয়ে এলাম iCare Data Recovery Professional 5.0 Full Portable একদম ফ্রী !!! কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি সুবিধা পাচ্ছেন এই সফটওয়্যারটিতে-




১. Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions এ ব্যবহার করা যাবে।
2 comments

TeamViewer এর সাহায্যে PC এর control

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:
1 comments

!!! রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ ফ্রি পিসি-টু-মোবাইল কল !!!

রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন।
0 comments

সফটওয়ার বানান সহজেই ::Mega Post::

সফটওয়ার ইন্সটল করার ক্ষেত্রে ইন্সটলারের অবদান অনেক । কেননা সফটওয়ারগুলো ব্যবহার করার জন্য
বিসমিল্লাহির রহমানির রহিম ।
Smart Install Maker Screenshot
ফাইলগুলো c ড্রাইভের কিছু ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। যেটা নতুনদের জন্য একদম অসম্ভব ।
0 comments

মোবাইলেই শুনুন অনলাইন ::রেডিও::

বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে
0 comments

জনপ্রিয় পোষ্টসমূহ